লালমনিরহাট সরকারি কলেজ এই জেলার উচ্চ শিক্ষার প্রথম বিদ্যাপীঠ। ১৯৬৪ সালে এখানকার স্থানীয় শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে শহরের পূর্ব পার্শ্বে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (পূর্বতন বেসরকারি) ভাড়া করা একটি টিনশেড ঘরে 'লালমনিরহাট কলেজ' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এ কলেজের প্রারম্ভিক যাত্রা শুরু হয়। পরের বছরই, ১লা জুলাই ১৯৬৫, কলেজটি রাজশাহী শিক্ষা বোর্ডের অধিভূক্তি লাভ করে এবং আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান কার্যক্রম আরম্ভ হয়। ১লা জুলাই ১৯৬৮ সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি লাভ করলে কলেজটিতে স্নাতক শ্রেণিতে পাঠদান চালু হয়। স্বাধীনতার ঐতিহাসিক উত্তাল বছরের প্রথম দিনে ১লা জানুয়ারি ১৯৭১ কলেজটি ১০ একর আয়তন বিশিষ্ট শ্রেণিকক্ষ সুশোভিত দৃষ্টিনন্দন বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়। প্রতিষ্ঠার কুড়ি বছর পর ১লা নভেম্বর ১৯৮৪ কলেজটিকে 'লালমনিরহাট সরকারি কলেজ' হিসেবে জাতীয়করণ করা হয়। ১লা জুলাই ২০০৬ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটিতে ১০ বিষয়ে স্নাতক সম্মান (অনার্স) কোর্স চালু আছে। বর্তমানে কলেজটিতে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু আছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইতিহাস, ইসলামের ইতিহাস, বাংলা ও হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স। এখন এই কলেজে প্রায় সাত হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাগ্রহণ করছে। দিন দিন কলেজটির ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে।